তোমায় ভালোবাসি

ভালবাসি তোমায় (ফেব্রুয়ারী ২০২১)

juham
  • ১১
  • ৮৭
ও গো প্রেয়সী,
শুধু তোমায় ভালোবাসি বলে,
অপেক্ষায় কাটিয়ে দিচ্ছি অজস্র প্রহর।
কোনো ভাবে আমি ভুলতে পারি না,
তোমার স্মৃতি বিস্মৃতি গুলো,
কেন, তুমি কি জানো?
তোমার তো জানার প্রয়োজন নেই
শুধু আমার প্রয়োজন,
কারণ আমি তোমায় ভালোবাসি
ভালোবাসি বলে শুধুই তার জন্য।

ওগো প্রেয়সী,
তোমার সাথে কাটানো প্রহর গুলো
আমায় নিশ্চুপ থাকতে দেয় না,
নিরবে নিভৃতে আমায় কাঁদায়
আমার জীবনের সবচেয়ে আনন্দের প্রহর ছিলো
তোমার সাথে কাটানো প্রহর গুলো।
তোমার কোমল হাতের স্পর্শ
আমাকে দেখতো অভিনব স্বপ্ন,
হঠাৎ তোমার অনুপস্থিতি আমাকে নিঃস্ব করে দিয়েছে
দিয়েছে এনে একাকিত্ব,
তুমি তো ছিলো আমার স্বপ্ন
স্বপ্ন বিহীন জীবন সে তো মৃত বস্তুর মতো স্তব্ধ।
তবুও তোমার আশা পথ চেয়ে আছি
কবে আসবে তুমি ওগো প্রেয়সী,
কবে আসবে?
আমি আজ তোমার কাছে ডায়েরির ছেঁড়া পাতা
যার নেই কোনো প্রয়োজন
তুমি আমায় ভালোবাসো কি বাস না
আমি তা জানি না
আমি শুধু তোমায় ভালোবাসি
সত্যি আমি ভালোবাসি তোমায়, ওগো প্রেয়সী
অপেক্ষায় আমি কাটাবো অজস্র প্রহর,
শুধু তোমায় ভালোবেসে।

ওগো প্রেয়সী,
তোমার ডাকে আমি পাড়ি দিতে পারবে
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো দামোদর সমতুল নদী,
সকল বাঁধা বিপত্তি অনায়াসে কাটিয়ে আসব
তোমার কাছে,
শুধু তোমায় ভালোবেসে
শুধু তোমায় ভালোবেসে,
ওগো প্রেয়সী।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই মেঘ এই রোদ্দুর খুব সুন্দর হয়েছে
ভালো লাগেনি ২৮ ফেব্রুয়ারী, ২০২১
ইব্রাহিম ইসলাম ইমন অনেক ভালো লেগেছে শুভ কামনা ও ভোট রইল।
ভালো লাগেনি ২২ ফেব্রুয়ারী, ২০২১
শুভকামনা রইল সতত প্রিয়। ভালো লাগল মন্তব্য পেয়ে।
ভালো লাগেনি ২২ ফেব্রুয়ারী, ২০২১
মোঃ মাইদুল সরকার ২য় প্যারায় ৮ লাইনে আমাকে দেখতো নয় দেখাতো হবে, ২য় প্যারায় ১৩ লাইনে আশা এর জায়গায় আশায় হবে, ৩য় প্যারার ২য় লাইনে পারবে এর জায়গায় পারবো হবে। আশলে নিজের ভূল নিজে ধরা যায়না। ভাল থাকবেন। আরও নতুন নতুন লিখা উপহার দিবেন।
ভালো লাগেনি ২১ ফেব্রুয়ারী, ২০২১
মিছ হয়েছে লিখতে।
ভালো লাগেনি ২২ ফেব্রুয়ারী, ২০২১
romiobaidya ভোট দিলাম কবি। দারুন অনুভবের ছোঁয়া পেলাম কবিতায়। শুভকামনা সতত।
ভালো লাগেনি ২০ ফেব্রুয়ারী, ২০২১
শুভকামনা রইল সতত কবি। সদা সুস্থ থাকুন।
ভালো লাগেনি ২১ ফেব্রুয়ারী, ২০২১
মোঃ মাইদুল সরকার কবিতাটি সুন্দর কিন্তু কোথাও কোথাও বানান ভুল ও শব্দ ব্যবহারে যত্ম নেই। একটু খেয়াল করে পড়লেই ধরা পড়বে ভুল গুলো। যেমন তোমার আশা নয় তোমার আশায় হবে। লিখতে থাকুন।
ভালো লাগেনি ২০ ফেব্রুয়ারী, ২০২১
আমি তো বার বার পড়ে তারপর লেখাটা জমা দিয়েছি। জানি না কোথায় ভুল করলাম ভাই। শুভকামনা রইল সতত।
ভালো লাগেনি ২১ ফেব্রুয়ারী, ২০২১
বিশ্বরঞ্জন দত্তগুপ্ত যে ভাবনার উপর কবিতাটি লিখেছেন সেটা আমার খুব ভালো লেগেছে । শুভকামনা আর ভোট রইল ।
ভালো লাগেনি ২০ ফেব্রুয়ারী, ২০২১
সুন্দর মন্তব্য করেছেন প্রিয়। শুভকামনা রইল সদা। ভালো থাকুন। সুস্থ থাকুন।
ভালো লাগেনি ২০ ফেব্রুয়ারী, ২০২১
nani das অপূর্ব লেগেছে। শুভ কামনা রইল।
ভালো লাগেনি ১২ ফেব্রুয়ারী, ২০২১
শুভকামনা রইল। সদা সুস্থ থাকুন। ভালো থাকুন।
ভালো লাগেনি ১৩ ফেব্রুয়ারী, ২০২১
ফয়জুল মহী অনন্যসাধারণ অনুভূতির অতুলন প্রকাশ।
শুভকামনা রইল। সদা ভালো থাকুন। সুস্থ থাকুন।
ভালো লাগেনি ৬ ফেব্রুয়ারী, ২০২১
Lutful Bari Panna বাহ সুন্দর
ভালো লাগেনি ৩ ফেব্রুয়ারী, ২০২১
দয়া, করে ভোট দিবেন প্লিজ। এটা আপনার কাছে আমার অনুরোধ
ভালো লাগেনি ৩ ফেব্রুয়ারী, ২০২১
juham দয়া করে সকলেই সকলের লেখায় মন্তব্য করবেন। ও ভোট দিবেন।
ভালো লাগেনি ২ ফেব্রুয়ারী, ২০২১
ভোট রাখবেন দয়া করে সকলে।
ভালো লাগেনি ২২ ফেব্রুয়ারী, ২০২১

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

"তোমায় ভালোবাসি " এ বিষয়ে কবিতা লেখার কথা বলা হয়েছে। আমি এ বিষয়ের সাথে মিল রেখে কবিতা খানি লিখেছি। আমার কবিতায় আমি প্রেমিকের মনের আবেগ গুলো প্রকাশ করছি। ভালোবেসে তাকে না পাওয়ার বেদনার কথা লিখেছি।

০৩ জানুয়ারী - ২০২১ গল্প/কবিতা: ৩ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ভালবাসা”
কবিতার বিষয় "ভালবাসা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জানুয়ারী,২০২৫